সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সবশেষ তাকে দেখা গিয়েছিল ‘কিল হিম’ সিনেমায়। অনন্ত জলিলের বিপরীতে সেখানে ভিলেনের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। এদিকে সমপ্রতি এক অনুষ্ঠানে এসে ক্যারিয়ার ও সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন বর্ষা। অভিনেত্রী বলেন, প্রতিযোগিতা হলে কাজ নিয়েই হওয়া উচিত। ব্যক্তিচর্চা দিয়ে কখনোই সম্মান আসে না, বরং হিংসা-বিদ্বেষ তৈরি হয়। বর্ষা বলেন, আমি আসলে সোশ্যাল মিডিয়ায় খুব একটা সময় দেই না। ব্যবসায়িক কাজে এত ব্যস্ত থাকতে হয় যে অন্যকিছু দেখার বা ভাবার সময় তেমন হয়ে ওঠে না। যেটুকু সময় পাই সেটা সংসার ও সন্তানদের জন্য ব্যয় করি। তবুও দু’একটা কথা যে কানে আসে না তেমন নয়।