বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন

সব ওয়ার্ডে ৫টি করে ঈদগাহ প্যান্ডেল নির্মাণ করবে ডিএনসিসি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে পাঁচটি করে ঈদগাহ প্যান্ডেল তৈরির জন্য ৩০ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। রোববার (৩১ মার্চ) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে অনুমোদন নিশ্চিত করেছেন।

সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বিধি মোতাবেক টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ঈদ জামাতের প্যান্ডেল নির্মাণের কাজ সম্পন্ন করবেন। এ সংক্রান্ত নথি প্রধান নির্বাহী কর্মকর্তা পর্যায়ে অনুমোদন নিতে হবে। সেই সঙ্গে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা অর্থবিধি অনুসরণ নিশ্চিত করে ব্যয় করবেন।

তিনি আরও বলেন, আগে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা বিধি মতে ভ্যাট কেটে নিয়ে টেন্ডারের মাধ্যমে প্রাপ্ত ডেকোরেটরের নামে চেক প্রদান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্র জানা গেছে, এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এবং সবার সঙ্গে সমন্বয় করার জন্য সব কাউন্সিলর, বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, হিসাব রক্ষণ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com