বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন
অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে ৮০টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। রোববার এ দাবি করে দেশটি। খবর আল-জাজিরার
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা শহরের রেমাল এলাকার ভবনগুলোতে বিমান হামলা চালানো হয়েছে। গাজা জুড়ে গত একদিনে ৮০টি বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী।
সামরিক বাহিনী আরও বলেছে, গাজা শহরের আল শিফা হাসপাতালে ইসরায়েলি অভিযান অব্যাহত রয়েছে।
দক্ষিণ গাজার খান ইউনিস শরণার্থী শিবির এলাকায় বেশ কয়েকজন ফিলিস্তিনি যোদ্ধা হত্যার দাবি করে ইসরায়েল বাহিনী বলেছে, গত একদিনে মধ্য গাজায় ১৫ জন ফিলিস্তিনি যোদ্ধা হত্যা করেছে।