সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
সপ্তাহ খানে আগে ‘চক্কর ৩০২’ সিনেমার পোস্টার প্রকাশ করেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। রহস্য জাগানিয়া সেই পোস্টারে জানানো হয়নি এতে কে অভিনয় করছেন। তবে আধো ছায়ার পোস্টারে ছবি দেখেই দর্শক বুঝে নিয়েছেন এতে মোশাররফ করিমই থাকছেন। হলোও তাই।
শনিবার ‘চক্কর ৩০২’ সিনেমার নতুন পোস্টার প্রকাশ করে নির্মাতা জানালেন মোশাররফ করিমই তার নায়ক। মানে চক্করে মূখ্য চরিত্রে অীভনয করেছেন মোশাররফ করিম। নির্মাতা বলেন, ‘মোশাররফ করিমকে কেন্দ্র করেই গল্প এগুবে। তিনিই এ সিনেমার প্রাণ। আরও অনেক কিছু আছে। বাকি গল্প দর্শকরা পর্দায় দেখবেন।
এতে মোশাররফ করিমের চরিত্রটি নিয়ে জীবন বলেন, ‘মোশাররফ করিমকে এই সিনেমায় ডিবি অফিসারের চরিত্রে দেখা যাবে। তিনি একজন অভিনেতা, জাত অভিনেতা। আমার সিনেমায় এইরকম একজন তুখোড় অভিনেতাকে চেয়েছিলাম।’
সিনেমাটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘সিনেমাটির মাধ্যমে দর্শকরা নতুন কিছু পাবেন। টিমের সবাই ভালো ও দারুণ কিছু করার চেষ্টা করেছে। সেটা কতটা করতে পেরেছি সেটার জানার জন্যই সিনেমাটি হলে গিয়ে দেখা প্রয়োজন।’