বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন

তুরস্কে স্থানীয় নির্বাচনে বিরোধী সিএইচপি’র ঐতিহাসিক জয়

তুরস্কের স্থানীয় সরকার নির্বাচনে দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) ঐতিহাসিক বিজয় পেয়েছে। রাজধানীর ইস্তাম্বুল ও আঙ্কারার প্রধান শহরগুলোতে জয় পেয়েছে দলটির প্রার্থীরা। বিরোধী দলটির এ জয় ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির জন্য (একে পার্টি) একটি বড় ধরনের ধাক্কা। কারণ গত ২০ বছরে একে পার্টির এমন বড় পরাজয় দেখা যায়নি।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলুর বলছে, তুরস্কের ৮১টি প্রদেশের মধ্যে ৩৬টিতে এগিয়ে সিএইচপি। এসব প্রদেশের অনেক জায়গায় একে পার্টির অবস্থান অনেক শক্তিশালী ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com