সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন

ঈদে মহাসড়কে নসিমন-ভটভটি চলতে পারবে না: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ঈদে মহাসড়কে নসিমন, করিমন ও ভটভটি চলাচল করতে পারবে না।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে ঈদুল ফিতর এবং নববর্ষ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি একথা বলেন।

এছাড়া ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও স্বত্বিদায়ক করার লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন পুলিশ প্রধান।

এ বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সার্বক্ষণিক মাঠে থেকে ব্যক্তিগত তদারকির কথা বলেন আইজিপি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com