শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন
জানা যায় গত শুক্রবার দিবাগত রাত ৩ টা থেকে আজ সকাল ৭ ঘটিকা পর্যন্ত চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি এবং ছোট মোল্লাকান্দি গ্রামের দু পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষ প্রতিপক্ষের উপর গুলিবর্ষন করে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়।পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে পারভেজ ও রাব্বি (১৯) কে প্রথমে মুন্সীগঞ্জ আধুনিক হাসপাতালে আনা হয়।অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পথিমধ্যে আহত পারভেজ মারা যায়।মামুন হালদার এবং নজির হালদার গ্রুপের মধ্যে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিল।ইতঃপূর্বেও দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।