সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
ক্ষমা চেয়েও পার পেলেন না বিরাট কোহলি। মাঠে আচরণবিধি ভাঙার দায়ে কোহলির ম্যাচ ফির ৫০ শতাংশ অর্থ জরিমানা করলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কর্তৃপক্ষ।
ঠিক কী কারণে জরিমানা করা হয়েছে, বিবৃতিতে তা স্পষ্ট করে বলেনি আইপিএল কর্তৃপক্ষ। তবে ধারণা করাই যায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে এই শাস্তি পেলেন কোহলি।
গেলো রোববার কলকাতার বিপক্ষে তৃতীয় ওভারের প্রথম ডেলিভারিটি ফুলটস করেন পেসার হার্শিত রানা। বলটি খেলার সময় ক্রিজের বাইরে ছিলেন কোহলি। ঠিকমতো খেলতে না পেরে বোলারকে ফিরতি ক্যাচ দেন কোহলি।