শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলা দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। চোটের কারণে খেলা নিয়েই শঙ্কা ছিল তাসকিন আহমেদের। আজ তাকে সহ-অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করেছে বিসিবি।
আগামী ৭ই জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। বি গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।
এছাড়া রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেন।
বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের একটি প্রস্তুতিমূলক টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের জন্য আরও দুজন খেলোয়াড় নেওয়া হবে। তবে আজ অবশ্য তাদের নাম জানানো হয়নি। ২১, ২৩ ও ২৫শে মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচগুলো খেলবে টাইগাররা।
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ অধিনায়ক) তানজীদ হাসান তামিম, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, শেখ মেহেদী, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।