বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১১:১২ অপরাহ্ন

কানের লাল গালিচায় এ কোন উর্বশী!

গত ১৪ মে এ উৎসবটির ৭৭তম আসরের পর্দা উঠেছে। এবারের আসরেও আবেদনময়ী লুকে রূপের দ্যুতি ছড়িয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।


কান চলচ্চিত্র উৎসবের পর্দা ওঠার দিনে লাল গালিচায় তোলা বেশ কিছু ছবি উর্বশী তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, গোলাপী রঙের গাউনে সেজেছেন উর্বশী। ক্যাপশনে লেখেন, ‘কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে।’
প্রিয় অভিনেত্রীকে এমন লুকে দেখে প্রশংসা করছেন উর্বশীর ভক্ত-অনুরাগীরা। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, উর্বশী রাউতেলার পোশাকটি ডিজাইন করেছেন তারকা ডিজাইনার খালেদ ও মারওয়ান। এটি তৈরি করেছে লেবাননের বৈরুতে অবস্থিত আউত কুচার নামে একটি ফ্যাশন হাউজ।
 

২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। বর্তমানে তার হাতে আছে বেশ কিছু সিনেমার কাজ। চলতি বছর উর্বশী অভিনীত ‘ইন্সপেক্টর অবিনাশ’, ‘এনবিকে ১০৯’, ‘দিল হ্যায় গ্রে’সহ আরও কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।
 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com