মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

নেহরুর পর টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন মোদী

ভারতে চলছে দিল্লিবাড়ির লড়াই। চার জুনের অপেক্ষায় গোটা ভারত। কে হচ্ছেন দেশটির  দেশের পরবর্তী অভিবাবক? এরিমধ্যে প্রকাশ্যে আসতে শুরু করেছে বুথ ফেরত বিভিন্ন জরিপের পূর্বাভাস। আর এসব জরিপ থেকে বিভিন্ন কেন্দ্রের ভোটের ফলাফল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে হ্যাটট্রিক করতে যাচ্ছে গেরুয়া শিবির। বিজয়বারতা নিয়েই ধ্যান থেকে ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

লোকসভা নির্বাচনে দুই মাসের প্রচারে বিরোধী ইন্ডিয়া জোটকে উৎসাহিত করলেও বুথফেরত জরিপেই সব হিসেব নিকেষ বদলে দিচ্ছে। দেশের গণমাধ্যমগুলোর যতগুলো জরিপ হয়েছে, তাদের কেউই শাসক দল বিজেপির তৃতীয়বার সরকার গঠন নিয়ে কোন সংশয় প্রকাশ করেনি। তবে. বিজেপি তার ‘ম্যাজিক মার্কে’ পৌছাতে পারবে কি-না সেটি এখনও স্পষ্ট নয়। ফল ঘোষণার শুরুর পর সেটি জানা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com