শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

এবারে ভারত-শ্রীলংকায় বিশ্বকাপ : চূড়ান্ত ১২ দল

বৃষ্টির সঙ্গে লড়াই করে শেষ হলো টি২০ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে কয়েকটি বড় অঘটন ঘটে। যা বিশ্বকাপের রঙ নষ্ট করে দেয়। বিশেষ করে বৃষ্টির কারণে খেলার ছন্দপতন হয়। যার কারণে সুপার এইটে খেলতে পারে ক্রিকেটের পরাশক্তি পাকিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলংকা। এবার প্রস্ততি পরের বিশ্বকাপের জন্য।

জানা যায়, শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এক মাসব্যাপী ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বিশ্বমঞ্চের লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে ভারত। শ্বাসরুদ্ধকর ফাইনালে ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে টিম ইন্ডিয়া।

আবার ২ বছর পর ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় বসবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের দশম আসর। ১০ম আসরেও খেলবে ২০টি দল। স্বাগতিক হওয়ার সুবাদে সরাসরি খেলবে ভারত এবং শ্রীলঙ্কা। লঙ্কানরা সুপার এইটে যেতে না পারলেও স্বাগতিক হওয়ার ফায়দা নিয়ে সরাসরি খেলবে বিশ্বকাপে। এছাড়া সুপার এইটে খেলা আট দলও সরাসরি চলে যাবে বিশ্বকাপে, যার মধ্যে রয়েছে ভারতও। ভারত বাদে বাকি দলগুলো হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। ফলে মোট দল হল ৯টি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com