বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা যে অবরোধ-ধর্মঘটের আন্দোলন চালাচ্ছে, সেখানে বিএনপির অংশগ্রহণ আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আর উচ্চ আদালতের রায় না আসা পর্যন্ত রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ পরিহার করা দরকার বলেও মনে করেন তিনি।
সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বিএনপি ও সমমনারা কোটা বাতিলের আন্দোলন সমর্থন করেছে৷ অর্থাৎ তাদের অংশগ্রহণ আছে।
আর এটা কোনো ষড়যন্ত্রের অংশ কিনা, আন্দোলনের গতিধারাই তা পরিষ্কার করবে মন্তব্য করেন কাদের। বলেন, এই আন্দোলন কোন দিকে যাচ্ছে, তা পর্যবেক্ষণ করছে আওয়ামী লীগ।