বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে ২শ’ বিলিয়ন ডলারের পণ্য কিনবে চীন

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে চীন। আগামী দুই বছরে এই পরিমাণ পণ্য ক্রয় করবে বেইজিং। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে আরোপিত শুল্ক নিষেধাজ্ঞায় কাটছাঁট করার ঘোষণা দিয়েছে। বাণিজ্য নিয়ে চীনের সঙ্গে সমঝোতার দায়িত্বে থাকা মার্কিন কূটনীতিক এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স’র

ইউএস ব্যুরো অব ইকোনোমিক জানিয়েছে, বাণিজ্য যুদ্ধের আগে ২০১৭ সালে চীন যুক্তরাষ্ট্র থেকে ১৩০ বিলিয়ন ডলারের বিভিন্ন পণ্য এবং ৫৬ বিলিয়ন ডলারের সেবা আমদানি করেছিল। আজ চীনা পণ্যে আরো শুল্ক আরোপ করার কথা ছিল যুক্তরাষ্ট্রের। এটা আরোপ করা হবে না।

ব্যুরো আরও জানায়, এ বিষয়ে দুই দেশের মধ্যে ৮৬ পৃষ্ঠার একটি সমঝোতা হয়েছে। আগামী মাসে ওয়াশিংটনে দুই দেশের মধ্যে প্রথম পর্যায়ের চুক্তি হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com