বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন

জাতীয় এ্যাথলেটিকে ইবির ৩ শিক্ষার্থীর স্বর্ণপদক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জাতীয় এ্যাথলেটিক প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন শিক্ষার্থী স্বর্ণপদক জয় লাভ করেছেন। বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় মুজিব বর্ষ উপলক্ষে ৪৩ তম জাতীয় এ্যাথলেটিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ তথ্যটি নিশ্চিত করে।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক আসাদুর রহমান বলেন, ‘চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ১৬-১৮ জানুয়ারি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী স্বর্ণপদক এবং একজন রৌপ্য পদক লাভ করেন। এর মধ্যে তামান্না আক্তার একশ মিটার হাভেলসে, রিংকি খাতুন লংজাম্পে, জাফরিন আক্তার ডিসকাস থ্রো ইভেন্টে স্বর্ণ পদক এবং প্লাবনী হাই জাম্পে রৌপ্য পদক লাভ করেন।’

উল্লেখ্য, এবারের আসরে ৬৪টি জেলা, আটটি বিভাগ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি, অধিভুক্ত সামরিক ও বেসামরিক বাহিনী ও বিভিন্ন ইনস্টিটিউটের প্রায় পাঁচ শতাধিক পুরুষ ও মহিলা এ্যাথলেট অংশগ্রহণ করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com