বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০১:৫২ অপরাহ্ন

৩ জন করোনায় আক্রান্ত, ৭০ বাড়ি লকডাউন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দিনাজপুরের নবাবগঞ্জে ৩ জন করোনা রোগী সনাক্ত হওয়ায় উপজেলায় ৭০ টি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ২ টা থেকে বুধবার সকাল পর্যন্ত নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে এ সব বাড়ি লকডাউন করা হয়।

দিনাজপুর জেলায় ৭ জন করোনা রোগী সনাক্ত হয় তার মধ্যে নবাবগঞ্জ উপজেলার ৩ জন । আক্রান্ত ওই তিনজন রোগীকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আশিক কুমার চৌহন রাইজিংবিডিকে জানান, করোনা রোগী সনাক্ত হওয়ার কারনে গোলাপগঞ্জ ইউনিয়নসহ একটি গুচ্ছগ্রামের ৭০ টি বাড়ি লকডাউন করা হয়েছে। এসব বাড়ি থেকে কেউ বাহিরে যেতে বা কাউকে সেই বাড়িগুলোতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

দিনাজপুর জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুস জানান, নবাবগঞ্জে দুইজন ঢাকা ফেরত এবং একজন স্থানীয় ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমন পাওয়া য়ায়। এলাকার মানুষের কথা চিন্তা করে আশেপাশের ৭০ টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়। যতদিন করোনা আক্রান্ত ব্যক্তিরা সুস্থ্য না হয় ততদিন লকডাউন থাকবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com