বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন

নবীনগরে অবৈধ ড্রেজার দিয়ে মাটি তোলার দায়ে জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি তোলার দায়ে একজনকে এক বছরের জেল ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত রবিন নবীনগর উপজেলার কড়ইবাড়ি এলাকার ছগির আহম্মেদের ছেলে।

ইকবাল হাসান বলেন, ‘নবীনগর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছে একটি মাটি ব্যবসায়ী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত উপজেলার জিনোদপুর ইউপির নীলনগর ও জিনোদপুর বাজারের পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার মালিক রবিনকে আটক করে। ’

‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় এক বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে ড্রেজারের পাইপ ধ্বংস করে দেওয়া হয়। ড্রেজার মেশিন তারা নিজ দায়িত্বে সরিয়ে নিবে।’

তিনি বলেন, ‘জনস্বার্থে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে উপজেলা ভূমি অফিসের লোকজন এবং পুলিশ সদস‌্যরা উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com