বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০২:২২ অপরাহ্ন

২৩ নভেম্বর: হাসতে নেই মানা

নগরকন্ঠ ডেস্ক, নগরকন্ঠ.কম : ২৩ নভেম্বর ২০২০.
* জোকস-১
একদিন এক বাসায় বাবুর্চি রান্না করছিল। গৃহকর্ত্রী ধমকে উঠলেন-
গৃহকর্ত্রী: এ কী, তুমি না ধুয়েই মাছ রান্না করছ!
বাবুর্চি: মাছ তো সারাজীবন জলেই ছিল মেমসাহেব। ওটা আবার ধোয়ার কী দরকার।

* জোকস-২

শীতের ছুটিতে বাংলাদেশে বেড়াতে এসেছেন এক বিদেশি। তার গাইড হিসেবে দায়িত্ব পালন করছে রফিক।
বিদেশি: তোমাদের এলাকাটা ভালোই। তবে আশেপাশে মানুষ যা দেখছি, সবাই গাধা প্রকৃতির।
রফিক: সমস্যা নেই। ছুটি ফুরালেই গাধাগুলো সব ফিরে যাবে!

* জোকস-৩

নেটে অনুশীলনের সময় ব্যাটসম্যানরা কেউই ব্যাটে বল লাগাতে পারছিলেন না। কোচ রেগে গিয়ে ব্যাটসম্যানের হাত থেকে ব্যাট কেড়ে নিলো-
কোচ: এবার আমাকে বল করো, আমি দেখাচ্ছি।

পরপর ছয়টি বল খেলে কোচ একটি বলও ব্যাটে লাগাতে পারলেন না। তারপর এদিক-ওদিক তাকিয়ে ঝাঁঝের সঙ্গে বললেন-
কোচ: হ্যাঁ, আমি দেখলাম, তোমরা ঠিক এভাবেই খেলছিলে! এখন যাও, ঠিকমতো খেলো!

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com