বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন
কাতারের বিপক্ষে ৫ গোল খেয়ে ১৮৪ থেকে এখন ১৮৬তে জামাল ভূইয়ারা। গেল মাসে মুজিববর্ষ ফিফা ইন্টারন্যাশনাল সিরিজে নেপালের বিপক্ষে জয়ের পর রেঙ্কিংয়ে এগিয়েছিল ডেমি ডের ছেলেরা।
দুই ম্যাচের সেই সিরিজের প্রথমটায় লাল সবুজের ছেলেদের জিত ২-০ গোলের। পরেরটা গোল শূণ্য ড্র। কিন্তু কাতারের বিপক্ষে লজ্জার হার বাংলাদেশের। গোলকিপার জিকোর দারুণ কিছু সেভ না করলে আরো বড় ব্যবধানে হারতো বাংলাদেশ। এই হারের ফলে রেঙ্কিংয়ে উন্নতির ১৪ দিন পরই আবারো অবনতি।
সর্বশেষ র্যাংকিংয়ে অবস্থান অপরিবর্তিত আছে বেশিরভাগ দেশের। যথারীতি শীর্ষে বেলজিয়াম। তারপর ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন ও আর্জেন্টিনা।