রয়টার্স জানায়, বাজারে বিক্রির উদ্দেশে প্রায় আট ডলার দরে ৩০ লাখ ডোজ টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কিনবে বেক্সিমকো। এগুলো দেশের বাজারে ১৩ দশমিক ২৭ ডলার বা এক হাজার ১২৫ টাকা করে বিক্রি করবে বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকার একমাত্র সরবরাহকারী কোম্পানিটি।
ভারত সরকারের কাছে তিন ডলারেরও কম দামে টিকা বিক্রি করেছে দেশটির বেসরকারি কোম্পানি সেরাম ইনস্টিটিউট। অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা ভারতে উৎপাদন করছে কোম্পানিটি।