মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ১০:৪৭ পূর্বাহ্ন
শনাক্তের এই হার (৫ শতাংশ) আসলে কী বার্তা দেয়? একটা হতে পারে- নানা কারণে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ আসলেই কমে গেছে। আরেকটা হতে পারে-করোনাভাইরাসের টেস্ট করানোর বিষয়ে এক রকমের অনীহা বা অনাগ্রহ তৈরি হয়েছে। যার প্রভাব পড়ছে সার্বিক শনাক্তের হারে। পাশাপাশি হার্ড ইমিউনিটির একটা বিষয়তো আছেই।
আমাদের আত্মীয়-পরিজন কিংবা পরিচিতদের সূত্রে অনেকেই জানি; এখন আর আগের মতো আতঙ্ক নিয়ে মানুষ করোনাভাইরাসের টেস্ট করাতে যান না। উপসর্গ দেখা দিলে তারা অনানুষ্ঠানিক আইসোলেশনে চলে যাচ্ছেন। তারপর এখন পর্যন্ত করোনাভাইরাসের জন্য যে প্রচলিত চিকিৎসা পদ্ধতি, তা অনুসরণ করে করোনামুক্তও হচ্ছেন। এই সংখ্যাটা কিন্তু কম নয়। এদের হিসাব সরকার বা আইইডিসিআর-এর কাছেও পৌঁছায় না।
মানে দাঁড়াচ্ছে করোনা আক্রান্তদের একটা বড় অংশই এখন হিসাবের বাইরে থেকে যাচ্ছে। এই সংখ্যাটা যোগ হলে হয়তো আক্রান্ত শনাক্তের আরও বাড়তো। তবে যেভাবেই হোক না কেন, শনাক্তের হার কমায় আমাদের জন্য আশার আলো।