বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০১:১৬ পূর্বাহ্ন
লম্বা ব্রেকের পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের মিশন। তাই নিজেদের মধ্যে হলেও অন্তত একাধিক প্রস্তুত ম্যাচ খেলে নেয়া প্রয়োজন। আর এতে এক ম্যাচ খেলেই আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
বাংলাদেশ দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, আমরা খুব ভালো একটা ম্যাচ খেলেছি। খুব ভালো প্রস্তুতিও হয়েছে। আমি আশা করছি সিরিজে ভালো কিছু করা সম্ভব।
রিয়াদের মতো টাইগার স্কোয়াডের অনেকেই প্রস্তুতিতে দারুন আত্ববিশ্বাসী। তাই চাপ বাড়ছে নির্বাচকদের। ওয়ানডে সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণাতো আর কয়েক ঘন্টা বাদেই। তবে যাই হোক রিয়াদের সোজা কথা সিরিজ জিতবে বাংলাদেশই।
দলের এই অলরাউন্ডার বলেন, আমরা বেশ পজিটিভ এই সিরিজের ব্যাপারে। আমরা ভালো ক্রিকেটই খেলবো। সিরিজ আমরাই জিতবো ইনশাল্লাহ।
নয় মাস পর ব্যাট-বলের লড়াইয়ে ফিরতে যাচ্ছে বাংলাদেশ দল। একে তো হোম সিরিজ, প্রতিপক্ষও তুলনামূলক বেশ দুর্বল। তবে প্রতিপক্ষের দিকে না তাকিয়ে রিয়াদের চোখ নিজেদের দিকেই। পারফরমেন্সে পেসাররা আশাজাগানিয়া তো ব্যাটসম্যানদের ধরেছে মরিচা।