মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৬:৪৯ অপরাহ্ন
প্রথম প্রস্তুতি ম্যাচে তামিম একাদশকে ৫ উইকেটে হারিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ একাদশ। ৪০ ওভারের ম্যাচে ১৬২ রানের টার্গেট, ১৯ বল হাত রেখেই জয় তুলে নেয় রিয়াদ একাদশ।
বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে খুবএকটা ভালো করতে পারেনি তামিমের দলের। নির্ধারীত ওভার শেষ হওয়ার আগেই মাত্র ১৬১ রানে অলআউট হয় তারা। ইনিংস লম্বা করতে পারেনি কোন ব্যাটসম্যান। সর্বোচ্চ ৩৫ রান করেন আফিফ হোসেন ধ্রুব। তামিম ২৮, নাজমুল শান্ত ২৭, সৌশ্য ২৪ আর ১৬ রান করেন মিঠুন। ব্যাট হাতে ব্যর্থ লিটন দাস। বল হাতে দুর্দান্ত ছিলেন হাসান মাহমুদ। ২১ রান দিয়ে নেন চার উইকেট। ২টা করে উইকেট নেন শরিফুল ও আল আমিন। কোন উইকেট পাননি সাকিব আল হাসান।
জবাবে রিয়াদের দলের শুরুটাও হয়েছে বাজে। দলীয় ৩৩ রানে হারায় দুই উইকেট। ব্যাট হাতেও ব্যর্থ সাকিব। মুশফিক করেন ২৮ রান। তবে নাঈম শেখের ৪৩, আর রিয়াদের অপরাজিত ৫১ রানে জয় নিশ্চিত হয়।