রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৬:০২ অপরাহ্ন
সাকিবের নিষেধাজ্ঞাকালে নবী ছিলেন র্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডার। সাকিব র্যাংকিংয়ে ফেরার পর পয়েন্টের ভিত্তিতে ছেড়ে দিতে হয়েছিল শীর্ষস্থান। ২৬ জানুয়ারি আইসিসি তাদের নতুন র্যাংকিং হালনাগাদ করলে সাকিবের রেটিং ৩৭৩ থেকে বেড়ে হয়েছে ৪২০। অন্যদিকে ৩০১ থেকে ২৯৪ এ নেমে এসেছে নবীর পয়েন্ট।
বোলারদের র্যাংকিংয়ে মেহেদী হাসান মিরাজ ৪ নম্বরে ও মুস্তাফিজুর রহমান রয়েছেন ৮ নম্বরে। শীর্ষ ১৫ জন বোলারের তালিকায় আছেন আরেক বাংলাদেশি। সাকিব আল হাসান ১৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৩তম স্থানে। এক ম্যাচ খেলেই মোহাম্মদ সাইফউদ্দিন ৩ ধাপ এগিয়ে বোলারদের মধ্যে ৪৩তম।