রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৬:২৭ অপরাহ্ন
বিএসইসি জানায়- এ বন্ডের কুপন হার হবে ৩ শতাংশ। এর মাধ্যমে আইসিবি যে অর্থ সংগ্রহ করবে, তার মধ্যে তিন হাজার কোটি টাকা প্রতিষ্ঠানটি তার উচ্চ সুদের ঋণ পরিশোধে ব্যয় করবে। চার হাজার কোটি টাকা শেয়ারবাজারের ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বল্প সুদে ঋণ হিসেবে বিতরণ করবে।
ঋণদাতা ওই সব প্রতিষ্ঠান স্বল্প সুদে ঋণ নিয়ে গ্রাহকদের দিতে পারবে। সেক্ষেত্রে ঋণ বিতরণে সুদ হার হবে সর্বোচ্চ ১২ শতাংশ। এর বাইরে বাকি টাকা শেয়ারবাজারে বিনিয়োগের জন্য রাখবে আইসিবি।
এদিকে, বিশ্বব্যাংকের কাছে ৭০ লাখ ডলার চায় বিএসইসি। পুঁজিবাজারে তথ্যপ্রযুক্তির আধুনিকায়নে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাধ্যমে বিশ্বব্যাংকের কাছ থেকে এই অর্থ চেয়েছে সংস্থাটি।