শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১০:৩২ অপরাহ্ন
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ এক প্রেসব্রিফিংয়ে জানান, কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও দাউদকান্দি মডেল থানা পুলিশের টিম যৌথ অভিযান পরিচালনা করে বুধবার (২৭ জানুয়ারি) রাতে ঢাকার কেরানিগঞ্জ থেকে ওই ডাকাতদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে, মাদারীপুরের শিবচর উপজেলার কিনাই মোল্লার ছেলে আফজাল হোসেন (৩৮), চাঁদপুর সদরের দয়ালতি গ্রামের মো. লিটনের ছেলে রনি (৩৫) ও কল্যানদি গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে জহির হোসেন (৩৯)।