শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১০:৪১ অপরাহ্ন
আগামী ১৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া এবারের অমর একুশে বই মেলা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ এবারের বই মেলা চলবে ২৯ দিন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকালে এ তথ্য নিশ্চিত করেন বাংলা একাডেমির পরিচালক ও মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ।
তিনি বলেন, আজ প্রকাশকদের সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকে মেলা শেষের তারিখ নির্ধারণ হয়।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী জানান, এবারের অমর একুশে বই মেলা শুরু হবে ১৮ মার্চ। তবে মেলা কবে শেষ হবে সে বিষয়ে তিনি সে সময় প্রকাশকদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।
বাংলা একাডেমি সূত্রে জানা যায়, এবারও একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা হবে। তবে গতবারের তুলনায় এবার মেলায় স্টলের সংখ্যা কম হবে। মেলায় দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রেও কিছু বিধি-নিষেধ আরোপ করা হবে। যাতে মেলার ভেতরে করোনারোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা যায়। এছাড়া প্রকাশকদের প্রস্তাব অনুযায়ী স্টল বরাদ্দের টাকাও কিছুটা কমানো হতে পারে।