শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন

জর্জিয়ায় নাইট্রোজেন গ্যাসে ৬ জনের মৃত্যু

Emergency personnel gather outside of the Foundation Food Group site Thursday, Jan 28, 2021, in Gainesville, Ga., following a liquid nitrogen leak that killed six people. (Scott Rogers//The Times via AP)

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় রাসায়নিক গ্যাস ‘নাইট্রোজেন’ ছড়িয়ে পড়ায় ছয়জনের মৃত্যু হয়েছে। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল (বৃহস্পতিবার) গেইন্সভিলের ফাউন্ডেশন ফুড প্লান্ট নামে ওই কারখানায় এ ঘটনা ঘটে।

অসুস্থ বেশ কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে অনেকের শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে স্থানীয় দমকল বাহিনী। ঘটনা তদন্তে কাজ করছে রাজ্য সরকার, স্থানীয় প্রশাসন ও ফেডারেল কর্মকর্তারা। ওই এলাকায় একাধিক পোল্ট্রি প্রক্রিয়াজাতকরণ কারখানা রয়েছে। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় ওই এলাকার আশপাশের মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com