মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৭:৩৩ অপরাহ্ন
অবশেষে পাঁচ ম্যাচ পর জয়ের দেখো পেলো লিভারপুল। টটেনহ্যাম হটস্পারকে ৩-১ গোলে হারিয়েছে অলরেডরা। এই জয়ে ওয়েস্ট হ্যামকে টপকে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এলো লিভারপুল।
ম্যাচটা প্রতিপক্ষের মাঠে হলেও জয়ের খোঁজে শুরু থেকেই আক্রমণাত্মক লিভারপুলো। মাত্র ২ মিনিটেই সুযোগও পেয়েছিলো তারা। কিন্তু তা কাজে লাগাতে পারেননি সাদিও মানে। এর পরপরই স্কোর করে গোল উদযাপন করেন স্পার্স ফরোয়ার্ড সন হিয়ন মিন। কিন্তু তা বাতিল হয়ে যায় অফসাইডের নিয়মে।
আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠা ম্যাচে দুই দলই সুযোগ সৃষ্টি করে বারবার। তবে ফিনিশিং দুর্বলতা কিংবা গোলরক্ষকের দৃঢ়তায় লিডের স্বস্তি পেতে বেশ খানিকটা সময় অপেক্ষায় থাকতে হয়েছে তাদের। অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচের ডেডলক ভাঙ্গেন রবার্তো ফিরমিনো। লিড নিয়ে বিরতিতে যায় লিভারপুল।