রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৬:৩২ অপরাহ্ন
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ১০ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে। মোট ভোটার ২১ হাজার ৬৬৯ জন। ৬৪ বুথে ভোট হচ্ছে। মেয়র পদে দুই জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পুরুষ পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ শনিবার সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ করা গেছে। মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাওয়ার কুমারজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আম্মাতুননেছা মডেল স্কুল এন্ড কলেজ, আন্ধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সরিষাদাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কান্ঠালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, জেলা পরিষদ ডাক বাংলো পুষ্টকামুরী এবং আলহাজ্ব শফিউদ্দিন মিঞা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে নারী-পুরুষ ভোটারদের প্রচুর উপস্থিতি এবং দীর্ঘ লাইন।