শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০১:১৮ পূর্বাহ্ন
মার্কিন নতুন এই প্রেসিডেন্ট গত ১০ দিনে যেসব বিষয়ে কাজ করছেন তা নিয়ে নিজের টুইটারে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, গত ১০ দিন ধরে আমি এসব বিষয়ে পদক্ষেপ নিয়েছি।
বাইডেনের পদক্ষেপ নেওয়া বিষয়গুলোর মধ্যে রয়েছে করোনা, অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, বর্ণ সমতা, অভিবাসন, স্বাস্থ্যসেবা এবং সমকামিদের অধিকার।
Over the last 10 days, I’ve taken action on:
– COVID-19
– The economy
– Climate change
– Racial equity
– Immigration
– Health care
– LGBTQ+ rights
And I’m just getting started.
— President Biden (@POTUS)