মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৬:২৭ অপরাহ্ন
লিওনেল মেসির বার্সা ছাড়তে চাওয়ার বিপরীতে তাকে ধরে রাখতে দলের অটল অবস্থান। লীগে বর্তমানে বার্সেলোনার নড়বেড়ে অবস্থান।যখন জায়ান্ট এই ক্লাবের এসব নিয়ে আলোচনা সমালোচনা চলছে বিশ্ব ক্রিড়াজগতে। সেই মুহুর্তে মেসির পেছনে বার্সার ব্যয় নিয়ে বোমা ফাটালো স্প্যানিশ পত্রিকা এল মুন্ডো।
গত চার বছরে বার্সেলোনা মেসির পেছনে ব্যয় করেছে ৫ হাজার ৭০৩ কোটি টাকা বা ৫৫ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৬১৯ ইউরো! বাৎসরিক পারিশ্রমিক, বোনাস এবং সাইনিং মানি- সব মিলিয়ে এত বিশাল পরিমাণে অর্থ মেসির পেছনে ব্যয় করেছে বার্সেলোনা এমনটাই জানিয়েছে স্প্যানিশ পত্রিকাটি। শুধু ফুটবলই নয়, ক্রীড়া দুনিয়ার ইতিহাসে নির্দিষ্ট একজন ফুটবলারের পেছনে এত বড় আর্থিক লেনদেনের এটা বিশাল এক রেকর্ড বলেও জানায় তারা।
যদিও এত বড় চুক্তির বিষয়টি নিয়ে বার্সেলোনা এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি; কিন্তু তারা পুরোপুরি স্বীকারও করছে না।