মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৮:০০ অপরাহ্ন
বিবৃতিতে মিয়ানমার ব্যাংকার্স অ্যাসোসিয়েশন জানায়, খারাপ ইন্টারনেট ব্যবস্থা ও রাজনৈতিক অস্থিরতা বিরাজমান থাকায় দেশের সকল ব্যাংকিং কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে অনুমতি গ্রহণ করা হবে। কবে নাগাদ কার্যক্রম শুরু হবে তা পরবর্তিতে জানানো হবে।
সোমবার (১ ফেব্রুয়ারি) মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে সেনাবাহিনী। স্থানীয় সময় সকালে অভিযান চালিয়ে এসব নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন এনএলডির মুখপাত্র মিও নিয়ুন্ট।