মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৭:৩৪ অপরাহ্ন
শনিবার উপকূলীয় এলাকা টুমাকোর কাছে দুইটি নৌকা ডুবে যায়। এরপর উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড।
দুর্ঘটনার একদিন পর মরদেহগুলো উদ্ধার করে কোস্টগার্ড। নিহতদের কারো শরীরে লাইফ জ্যাকেট ছিল না বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। এদিকে, ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।