মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৭:৪০ অপরাহ্ন
বসুন্ধরা কিংসের জয়রথ ছুটছেই। এবার দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা।
বসুন্ধরা কিংসের পক্ষে জোড়া গোল করেন আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান ফরোয়ার্ড রাউল বেকেরার।
আজ কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ব্রাজলিয়ান মিডফিল্ডার ফার্নান্দেসের পাস থেকে ১০ম মিনিটে দলের প্রথম গোলটি আসে বেকেরার পা থেকে।
অবশ্য সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১৮/১৯ মৌসুমের চ্যাম্পিয়নরা। ২২তম মিনিটে মোহাম্মদ আবিওলা নুরাতের গোলে সমতায় ফেরে মোহামেডান।
গোল হজমের পর আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে ব্রুজনের দল। বিরতিতে যাওয়ার আগে ব্যবধানটা ২-১ করে নেয় বসুন্ধরা কিংস। এবার আলমগীর কবীর রানার পাস থেকে প্রথমার্ধের শেষ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনহো।