শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন

‘আল জাজিরার প্রতিবেদন অসত্য ও মানহানিকর’

সোমবার (১লা জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, এই প্রতিবেদন প্রগতিবিরোধী উগ্র গোষ্ঠী জামায়াতে ইসলামীর সঙ্গে জড়িতদের প্রচারণার অংশ মাত্র। প্রতিবেদনের মূল সূত্র অভিযুক্ত আন্তর্জাতিক অপরাধীকে মানসিক বিকারগ্রস্ত হিসেবে বর্ণনা করেছে আল জাজিরা। ওই নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে জড়িত থাকার কোন প্রমাণ দেয়া হয়নি। মানসিকভাবে বিকারগ্রস্ত একজনের কথার ভিত্তিতে সিদ্ধান্তে উপনীত হওয়া আন্তর্জাতিক নিউজ চ্যানেলের জন্য বড় দায়িত্বজ্ঞানহীন আচরণ বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়, এই বেপরোয়া ভিত্তিহীন ও বানোয়াট প্রচারণাকে প্রত্যাখ্যান করছে বাংলাদেশ সরকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com