শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১০:৫৩ অপরাহ্ন
আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই ব্যাটে-বলে চমক দেখিয়েছেন সাকিব। লম্বা বিরতিতেও পারফরমেন্সে একদমই ভাটা পড়েনি।
এবার নিজেকে প্রস্তুত করছেন টেস্টের জন্য। যদিও কোচ ডমিঙ্গ একদিন আগেই বলেছেন শতভাগ ফিট নন সেরা টাইগার। তাতেই টেস্টে সাকিবের খেলা নিয়ে ধোয়াশার শুরু। সেটা অবশ্য উড়িয়ে দিয়েছেন ক্যাপ্টেন মুমিনুল হক। তিনি বলেন, সাকিব টিমে থাকলে কম্বিনেশনটা খুব ভালো হয়। ব্যাটিং বোলিং সব পজিশনে একটা ভারসাম্য থাকে।
ম্যাচের আগের দিনও অনুশীলনে ব্যাট চালিয়েছেন নির্ভার হয়ে। নেটে সাকিবকে বল করেন মিরাজ, তাইজুল, তাসকিনরা। অল্পকিছু বল খেলতে সমস্যা হলেও, বাকি সময় দারুণ ব্যাটিং করেন টাইগার অলরাউন্ডার।
ম্যাচের আগের দিনের অনুশীলনে এক ওভারের জন্যও হাত ঘোরাননি সাকিব। আধ ঘন্টা ব্যাটিংয়ের পর আড্ডা দিয়েছেন মুশফিক, লিটনদের সঙ্গে। ফুরফুরে মেজাজের এই সাকিবকে দেখেই বোঝা যাচ্ছে নিজের রাজ্যে ভালোভাবে ফিরতে মানসিকভাবে পুরো প্রস্তুত তিনি।
সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন বলেন, সাকিব যখন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে তখন অনেকেই বলেছিল সে আগের মত ব্যাটিং বোলিং করতে পারবে কি না। কিন্তু সে তাকে ভালোভাবেই প্রমাণ করেছে। টেস্টেও সে ভালো পারফর্ম করবে বলে আশা করি।
সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম বলেন, সে ভালোভাবে পারফর্ম করেই আসবে যেহেতু আমাদের নিজেদের মাঠে খেলা হচ্ছে। তার ব্যাটিং এবং বোলিং যথেষ্ট প্রভাব ফেলবে বলে আমি মনে করি।
তিনি সাদা পোশাকে আবারো রঙিন সিরিজ খেলা আশায় বাংলার প্রাণ ভোমরা। ব্যাট বলে সাকিবের রাজকীয় ফেরার অপেক্ষায় ভক্তরা।