শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১১:১৫ অপরাহ্ন
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগারদের তৃতীয় সিরিজের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত মুমিনুলদের সংগ্রহ ১ উইকেটে ৪২ রান। উইকেটে আছেন নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলাম। কেমার রোচের বলে বোল্ড হয়ে মাত্র ৯ রানে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল।
এদিকে টাইগার একাদশে পেসারদের সংখ্যা নিয়েও ধোঁয়াশা ছিলো। স্কোয়াডে পাঁচ পেসার থাকলেও, মূল একাদশে নেয়া হয়েছে শুধুমাত্র মোস্তাফিজুর রহমানকে। আর ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে বেছে নেওয়া হয়েছে সাদমান ইসলামকে।
এছাড়া পরিবর্তন আছে আরও দুইটি। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পর প্রথমবারের মতো টেস্ট খেলতে নামছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং সুযোগ পেয়েছেন অফস্পিনার মেহেদি হাসান মিরাজ।
দলে ফিরেছেন সাদমান ইসলাম, মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।