রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৭:৫২ অপরাহ্ন
এর আগে ঐ একই লিংক শেয়ার করে কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী পপস্টার রিহানা। রিহানা কৃষক আন্দোলনের সংবাদ শেয়ার করে লেখেন, ‘কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না?’ ভারতে চলমান কৃষক আন্দোলন আন্তর্জাতিক মহলের কাছেও আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠা উচিত বলেও সংক্ষিপ্ত বার্তায় বুঝাতে চেয়েছেন তিনি। একই সঙ্গে পোস্টে বিক্ষোভকারীদের প্রতি নিজের সমর্থনের ইঙ্গিতও দেন তিনি। রিহানার এই টুইটের পর তাকে আক্রমণ করে ভিডিও বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। রিহানার বিরোধিতা করে তিনি টুইটে লিখেছেন, ‘কেউ এসব নিয়ে কথা বলছে না, কারণ ওরা কৃষক নয়, জঙ্গি। যারা দেশ ভাগ করতে চাইছে। যাতে টুকরো টুকরো হয়ে যাওয়া আমাদের দেশের নিয়ন্ত্রণ নিতে পারে চীন এবং সেখানে চীনা উপনিবেশ তৈরি হতে পারে। যেমন যুক্তরাষ্ট্রে হয়েছে।’
এর আগে আন্দোলনের শুরুর দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও এর প্রতি সমর্থন জানিয়েছিলেন। সে সময় ট্রুডোর সমর্থনের কড়া সমালোচনা করে জবাব দিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এবার জলবায়ুকন্যা গ্রেটা থানবার্গ ভারতের কৃষক আন্দোলনের প্রতি তিনি তার সমর্থন ব্যক্ত করলেন। ‘হ্যাশট্যাগ ফার্মারস প্রোটেস্ট ইন ইন্ডিয়া’ শিরোনামে টুইট করে তিনি তার এই অভিব্যক্তি প্রকাশ করলেন।