মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৭:০৭ অপরাহ্ন
তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে এই মাসের ২৩ তারিখ ৩৫ সদস্যের দল নিয়ে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল।
প্রাথমিকভাবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষে অনুশীলনের পর ১৩ মার্চ থেকে ওয়ানডে সিরিজের খেলা শুরুর কথা ছিল। তবে এবার কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে ৫ দিনের ক্যাম্প করবে টাইগাররা। মূলত এ কারণেই পিছিয়ে দেয়া হয়েছে সিরিজের সূচি।
এখন পরিবর্তিত সূচিতে ২০ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ হবে ২৩ ও ২৬ মার্চ। ওয়ানডে সিরিজের ভেন্যুতে কোনো পরিবর্তন আসেনি। আগের সূচি মোতাবেক যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনেই হবে সিরিজের ম্যাচ তিনটি।
টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে ২৮ মার্চ, ৩০ মার্চ ও ১ এপ্রিল। পূর্ব ঘোষিত সূচিতে কুড়ি ওভারের ম্যাচগুলোর ভেন্যু ছিল যথাক্রমে নেপিয়ার, অকল্যান্ড ও হ্যামিল্টনে। এখন প্রথম টি-টোয়েন্টি হবে হ্যামিল্টনে। পরের দুইটির ভেন্যু যথাক্রমে নেপিয়ার ও অকল্যান্ডে।