মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৭:৫৫ অপরাহ্ন
ইসরাইলের যেকোনো হুমকির কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভানচি এক চিঠিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে গতকাল শনিবার এই চিঠি দেয়া হয়। একই চিঠি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকেও দেয়া হয়েছে।
চিঠিতে ইরানের রাষ্ট্রদূত বলেছেন, সম্প্রতি ইসরাইল হুমকি দেয়ার মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে, শুধু তাই নয় তারা ইরানের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড চালানোরও পরিকল্পনা করছেন।