শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১১:৪৮ অপরাহ্ন
২০১৫ সালের পরমাণু চুক্তির সব শর্ত ইরান পূরণ করলে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে।
রবিবার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন বাইডেন। এদিকে যুক্তরাষ্ট্র আগে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে ইরান পরমাণু চুক্তির সব শর্ত পূরণ করবে বলে জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
২০১৮ সালে ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিলে ইরান চুক্তির শর্ত মানা বন্ধ করে দেয়। ২০১৫ সালের চুক্তিতে ইরানের পরমাণু কর্মসূচি সীমাবদ্ধ করার চেষ্টা করা হয়। এর পরিবর্তে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।