মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৭:১৭ অপরাহ্ন
ভারতের ইনিংসে সর্বোচ্চ রান করেছেন রিশভ পন্থ। করেছেন ৯১। অপরাজিত ৮৫ রানের ইনিংস খেলেছেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন করেছেন ৩১। পুজারা ৭৩ রান করেছিলেন।
ইংলিশদের পক্ষে ডমিনিক বিস নিয়েছেন ৪টি উইকেট। এছাড়া জফরা আর্চার, জেমস অ্যান্ডারসন ও জ্যাক লিচ ২টি করে উইকেট নিয়েছেন।
ফলো-অনে পড়লেও ভারতকে আবারও ব্যাটিংয়ে পাঠাননি ইংলিশ অধিনায়ক জো রুট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ইংলিশরা। লক্ষ্য হচ্ছে ভারতে বড় টার্গেট দেওয়া। উল্লেখ্য যে, ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৫৭৮ রান করেছিল।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই উইকেট খুইয়েছে সফরকারীরা। ১ রানে ১ উইকেট হারিয়ে লাঞ্চে গিয়েছে ইংলিশরা। এখন পর্যন্ত তাদের লিড ২৪২ রান। বিরতির পর লিড আরও বড় করার মিশনেই নামবেন তারা।