শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১১:৫৫ অপরাহ্ন
ঠাকুরগাঁও সদর উপজেলায় স্বামীর অক্ষত ও তাঁর দ্বিতীয় স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার বরুনাগাঁও এলাকার টাঙ্গন নদীর তীর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে টাঙ্গন নদীর তীর থেকে সাইজুল ইসলামের অক্ষত এবং তাঁর স্ত্রীর গলাকাটা মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। তবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে ধারণা করছে পুলিশ।
জেলার পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘স্বামী ও স্ত্রীর মৃত্যুর এ ঘটনাটি রহস্যজনক। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।