মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৮:১৬ অপরাহ্ন
মিয়ানমারের সেনা অভ্যুত্থানে জড়িত নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপে বৃহস্পতিবার নির্বাহী আদেশে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিষেধাজ্ঞার আওতায় সামরিক নেতারা ছাড়াও তাদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যবসাও পড়বে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে থাকা সরকারের এক বিলিয়ন তহবিলেও সামরিক বাহিনীর সদস্যদের হাত দেওয়ার পথ বন্ধ করে দেওয়া হলো। মার্কিন ট্রেজারি বিভাগও এতে সম্মতি দিয়েছে।
মিয়ানমার সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লাইং এবং ডেপুটি কমান্ডার-ইন-চিফ সো উইনের ওপর বাড়তি নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। এ দুই কর্মকর্তার ওপর অবশ্য ২০১৯ সালেই রোহিঙ্গা নির্যাতনের অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন প্রশাসন।
জান্তা সরকার ক্ষমতা নেওয়ার পর ওয়াশিংটনের এটিই প্রথম পদক্ষেপ। এদিকে ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতারাও তাদের দেশগুলোর সরকার প্রধানদের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে মিয়ানমারের অবৈধ সামরিক সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে ভাবছে ব্রিটেন।