শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১১:৫৩ অপরাহ্ন
বান্দরবানে চলছে বান্দরবান পৌরসভা নির্বাচন। বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রগুলো বাড়ছে ভোটার লাইনও। সকাল ৮ টা থেকে ইভিএমে চলছে ভোট গ্রহণ।
সকাল থেকে স্ব স্ব কেন্দ্রে উপস্থিত হয়ে ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে ভোট প্রদান করছে।
স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পোলিং এজেন্ট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকলকে সহযোগিতা করছে।
প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নয়জন পুলিশ, নয়জন আনসার ও দুই প্লাটুন বিজিবি চার ভাগে বিভক্ত হয়ে কাজ করছে এবং সাথে আছে সেনাবাহিনী।
এবার পৌরসভায় ২৯ হাজার ৭২৯ জন ভোটার রয়েছে। তার মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৬০৯ জন, মহিলা ভোটার ১৩ হাজার ১২০ জন।