শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ১০:৫৬ অপরাহ্ন
চেন্নাই টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১০৬ রানে ছয় উইকেট হারিয়ে অনেকটা বিপাকেই পরে ভারত। এরপর দলের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি এবং অশ্বিন। দলীয় ২০২ রানে কোহলির (৬২) বিদায়ের পর ভারতকে টেনে তোলেন অশ্বীন একাই। দলের সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। ততক্ষণে খেলে ফেলেন ১০৬ রানের এক ঝকঝকে ইনিংস। আর তাতেই বড় পুঁজি পেয়ে যায় ভারত। ইংল্যান্ডের হয়ে জ্যাক লিচ ও মঈন আলী উভয়েই নেন চারটি করে উইকেট এবং অলি স্টোন নেন এক উইকেট।
এদিকে, প্রথম ইনিংসে রোহিত শর্মার ১৬১ রানের ঝলমলে ইনিংসে আলোর পথ দেখে ভারতীয়রা। এরপর রাহানে (৬৭) এবং পান্ট (৫৮) এর অর্ধশত রানের ইনিংসে ভর করে সবকটি উইকেট হারিয়ে ৩২৯ রান তোলে ভারত। ইংল্যান্ডের পক্ষে মঈন আলী নেন চার উইকেট। অলি স্টোন নেন তিনটি, জ্যাক লিচ নেন দুইটি এবং জো রুট নেন একটি উইকেট।
জবাবে ইংলিশদের প্রথম ইনিংস থামে মাত্র ১৩৪ রানে। ভারতীয়দের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি ইংলিশরা। ভারতের হয়ে অশ্বিন একাই তুলে নেন পাঁচ উইকেট। ইশান্ত শর্মা ও আক্সার প্যাটেল নেন দুইটি করে উইকেট।