রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৫:৫৭ অপরাহ্ন
মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি দলের নেত্রী অং সান সুচির কার্যালয় ঘিরে রেখেছে দেশটির সামরিক অভ্যুত্থান বিরোধী জনগণ।
আজ (সোমবার) কার্যালয়ের আশপাশে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পর জনগণের পক্ষ থেকে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
এনএলডি দলের কার্যালয় ঘিরে রাখা জনতার ব্যারিকেডের পেছনে বিপুল অস্ত্রে সজ্জিত দাঙ্গা পুলিশের উপস্থিতি নজরে পড়ছে। নিরাপত্তা বাহিনীর কড়াকড়ি উপেক্ষা করে বিক্ষোভাকারী জনতা প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় নেমে আসে। এসময় তারা সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে ও সুচির মুক্তির দাবি জানিয়ে স্লোগান দেয়।