শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

মিয়ানমারে ইন্টারনেট বন্ধ করায় জাতিসংঘের নিন্দা

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, মায়ানমারে নিযুক্ত জাতিসংঘ দূত ক্রিস্টিন স্করেনার বার্জানার দেশটির সামরিক ডেপুটি কমান্ডার সোয়ে উইনের সঙ্গে কথা বলেন এবং সতর্ক করে দেন যে ‘ইন্টারনেট বন্ধ করে দেয়া গণতান্ত্রিক নীতির চরম পরিপন্থী।’

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর এ নিয়ে চতুর্থবারের মতো বন্ধ করা হলো ইন্টারনেট সংযোগ। অনলাইনে ভিন্নমত দমনের চেষ্টা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইন্টারনেট বন্ধ ছাড়াও অভ্যুত্থানের নেতাদের বিরোধিতা বন্ধে বেশ কিছু আইনি সংস্কার করা হয়েছে দেশটিতে।

ফারহান হক জানান, জাতিসংঘ দূত উল্লেখ করেন যে এভাবে ইন্টারনেট বন্ধ করে দেয়ায় ‘ব্যাংকিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশের অভ্যন্তরে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং, এ ব্যাপারে আমরা আমাদের উদ্বেগের কথা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com