শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন

সাত কোটি রুপি করে পাবেন কোহলি, রোহিত ও বুমারা

বছরে সাত কোটি রুপি করে পাবেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও যশপ্রিত বুমরা। আর পাঁচ কোটি করে পাবেন আরও দশ ক্রিকেটার।

তারা হলেন, শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মা, ঋষভ পন্থ, লোকেশ রাহুল, হার্দিক পাণ্ডিয়া এবং মোহাম্মদ সামি।

ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের সঙ্গে বার্ষিক চুক্তির যে তালিকা প্রকাশ করেছে তাতেই উঠে এসেছে এসব তথ্য।

এবার মোট ২৮ ক্রিকেটারকে বার্ষিক চুক্তির আওতায় রাখা হয়েছে। চারটে গ্রেডে ভাগ করা হয়েছে। আর গ্রেডেশনে উন্নতি হয়েছে হার্দিক পাণ্ডিয়ার।

সর্বোচ্চ গ্রেড অর্থাৎ এ প্লাসে রয়েছেন তিনজন। এরা হলেন— ভারত অধিনায়ক কোহলি, সহ-অধিনায়ক রোহিত শর্মা ও পেসার বুমরা। আর এ গ্রেডে আছেন দশজন ক্রিকেটার।

বর্তমানে বি গ্রেডে আছেন পাঁচজন। এই গ্রেডের ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, শার্দূল ঠাকুর ও মায়াঙ্ক আগরওয়াল বছরে পাবেন তিন কোটি।

আবার সি গ্রেড সি থাকা যুজবেন্দ্র চাহাল, নভদীপ সাইনিরা ও কুলদীপ যাদবরা পাবেন এক কোটি রুপি। তবে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন মনীশ পাণ্ডে ও কেদার যাদব। বাজে ফর্মের কারণেই তাদের এই বাদ পড়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com